সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ‘সেক্সি’ ছবি পোস্ট করা হলে তা হিতে বিপরীত হয়। বিশেষ করে নারীরা নিজের কোনো যৌন আবেদনময়ী ছবি পোস্ট করলে তা অন্য নারী বন্ধুদের মাঝে প্রতিক্রিয়া তৈরি করে এবং তাতে সামাজিকভাবে সমস্যা তৈরি হয় বলে এক গবেষণায় উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নারীরা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেক্সি ছবি পোস্ট করলে তা বন্ধু তালিকায় থাকা অন্য নারীরা তাকে শারীরিক ও সামাজিকভাবে কম আকর্ষণীয় বলে মনে করে। এ ছাড়াও তারা কোনো কাজের জন্য কম উপযোগী বলে মনে করে তাকে।
গবেষণায় উঠে এসেছে, তরুণীদের মধ্যে নিজেদের যৌন আবেদনময়ী হিসেবে তুলে ধরার চাপ দেখা যায়। কিন্তু যখনই তারা যৌন আবেদনময়ী ছবি পোস্ট করে তখন শুরু হয় বিপরীত প্রতিক্রিয়া। আর এক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়ার চেয়ে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।
ওরিগন স্টেট ইউনিভার্সিটির সাইকোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গবেষক এলিজাবেথ ড্যানিয়েলস বলেন, ‘এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেক্সি ছবি ব্যবহার করার একটি বিরূপ প্রতিক্রিয়া।’
এ গবেষণায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ৫৮ জন মেয়ে ও ৬০ জন তরুণকে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায় যারা কম আবেদনময়ী ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তারা অন্যদের কাছ থেকে বেশি নম্বর পেয়েছে।
ড্যানিয়েল লিখেছেন, ‘এ গবেষণায় এটাই বোঝা যায় যে, এখানে কাজের সক্ষমতা বিষয়ে মনোভাবের ব্যাপক পার্থক্য রয়েছে। কোনো তরুণীর কাজের সক্ষমতা যৌন আবেদনময়ী ছবির মাধ্যমে অবমূল্যায়ন করা হয়।’
ড্যানিয়েল এ বিষয়ে অভিভাবকদের সচেতনতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বিশেষ করে অনলাইনে কেমন আচরণ করতে হবে তা তরুণ-তরুণীদের শেখানো প্রয়োজন বলে তিনি মনে করেন।