গাজীপুরের ন্যাশনাল পার্কের ইজারাদারদের লোকজনের হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহত অবস্থায় হাসান মেম্বার (৫৫) ও সোলাইমান (৪৫) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কের ৪ নং গেইট দিয়ে রোববার সকালে পার্কের পাশের নিজ জমিতে শ্রমিকসহ ধানের চারা ভর্তি ভ্যান নিয়ে যাওয়ার পথে পাশের এলাকার বাসিন্দা হাসান মেম্বারকে ইজারাদারদের লোকজন বাধা দেয়।
এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইজারাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা আহত হন। স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, জমিতে কাজ করতে যাওয়াকে কেন্দ্র করে হাসান মেম্বারের লোকজনের সঙ্গে ন্যাশনাল পার্কে ইজারাদারদের লোকজনের বিরোধ বাধে। পরে কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, ন্যাশনাল পার্কের একজন ইজারাদার সাংবাদিকদের জানান, হাসান মেম্বার লোকজন নিয়ে সকালে গেইট খুলতে বললে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন গেইট খুলতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়।