
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
বৃহস্পতিবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বিকেলে
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনে ভাইস
চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে
বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম.
মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
আসলাম ভূঁইয়া ও প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর মো. নোমান
উর রশীদ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায়
বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক
বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুকে সশরীরে হত্যা করা
গেলেও তার আদর্শকে কখনও নিঃশেষ করা যাবে না।
সভার
শুরুতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী
উপস্থিত ছিলেন।