জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৪ আগস্ট বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনের নিচ তলায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এম.পি।
১৫ আগস্ট ভাইস-চ্যান্সেলর এর নগর অফিস, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।
সকাল সাড়ে ৭টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অধিভুক্ত কলেজসমূহে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনসহ যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন।
১৮ আগস্ট সকালে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শাহাদত বরণকারী তাঁর পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদে কোরান খতম এবং বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।