গাজীপুর অনলাইনঃ বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ গ্রাহককে ১১ লাখ ৮৮ হাজার ৭ টাকা জরিমানা করেছেন। অভিযানকালে গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) খালেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের লাগালিয়া গ্রামের মোঃ ইসমাইলকে ১ লাখ টাকা, হাজীবাগের মোঃ রুহুল আমিন মোড়লকে ৩ লাখ ৭১ হাজার ৫৭৮ টাকা, ভোগড়া এলাকার মোঃ রিয়াজ উদ্দিনকে ৩৫ হাজার ৬০৯ টাকা, বিলাশপুর এলাকার মোঃ মোস্তফাকে ৪৭ হাজার ৩১২ টাকা ও রেশমা বিবিকে ৬৫ হাজার ৩০৮ টাকা, শিমুলতলী এলাকার আলাউদ্দিনকে ৫৯ হাজার ১৫ টাকা, সেলিম মিয়াকে ৫৯ হাজার ১৫ টাকা ও হেলাল উদ্দিন মোল্লাকে ১ লাখ ৭৬হাজার ৪৪ টাকা এবং দক্ষিণ ছায়াবিথী এলাকার পবিত্র চন্দ্র দাসকে ২ লাখ ৫৪ হাজার ৫৫৮ টাকা জরিমানা করেছেন ঐ বিচারক।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) মোঃ খালেদুল ইসলাম আমাদের প্রতিনিধিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।