সুস্বাদু একটি খাবার রান্না করার জন্য ২০ মিনিট আগে অতি বিষধর কোবরার মাথাটি কেটেছিলেন চীনা বাবুর্চি পেঙ ফ্যান। হঠাৎ কর্তিত মুণ্ডুটি দংশন করে বসে পাচকের হাতে। আর তাতে প্রাণ গেল তার।
ঘটনাটি ঘটেছে চীনের গুয়াঙডঙ প্রদেশের একটি অভিজাত রেস্তোরাঁয়। রেস্তোরাঁর অতিথি লিন সান (৪৪) জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে তখন সেখানে ছিলেন। হঠাৎ করে তিনি চিৎকার শুনতে পান। দংশনের পরপরই চিকিৎসক ডাকা হয়। তবে তার আগেই পাচক মারা যান।
পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনা বিরল। থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাউস ও মিয়ানমারে এ ধরনের কোবরা পাওয়া যায়। এসব সাপ থুতুর মতো করে বিষ নিক্ষেপ করে। তাতে স্নায়ুতন্ত্র অবশ হয়ে দংশিত ব্যক্তি মারা যায়। এই সাপের মাংস অত্যন্ত দামি। আর এর চামড়া দিয়ে মূল্যবান সামগ্রী তৈরি হয়।
দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করার পর এক ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে সাপের মাথাটা। তারুণ্য ধরে রাখতে চীনারা প্রায়ই কোবরা খেয়ে থাকে।