আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিঁপড়াবিদ্যা’। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং এর পুরো টিম ছবি রিলিজ ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত আছেন।
প্রতিবারের মতো এবারও ক্যাম্পেইনে অনেক নতুনত্ব থাকবে। এর মধ্যে প্রথম ধাপে ছবির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতি মূলক ফান ভিডিও ‘হিরো হইতে কী লাগে’ চ্যানেল আইতে এবং অনলাইনে এই মাসের মধ্যেই ছাড়া হবে। এরপরের ধাপে আসবে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’ নামে ভিডিও।
এ রকম ৫টি ধাপে ৫ রকমের ক্যাম্পেইন কন্টেন্ট অনলাইনে এবং চ্যানেল আইতে ছাড়া হবে। এর জন্য চোখ রাখতে হবে চ্যানেল আইতে এবং যুক্ত থাকতে হবে www.facebook.com/chabial পেইজে।
যদিও প্রতিবারের মতো এবারও প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছবির পরিচালক ও শিল্পীরা। তবুও এবারের ক্যাম্পেইনের প্রধান লক্ষ্য এবং মাধ্যম থাকবে অনলাইন।
‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মুহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছবিটি প্রতিযোগিতা করেছে।
ছবিতে নূর ইমরান মিঠু ছাড়াও অভিনয় করেছেন, বিপিএল গার্ল শিনা চোহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, আরজে সাব্বির, জি সামদানি ডন প্রমূখ।
চিত্রগ্রহণে ছিলেন গোলাম মাওলা নবীর। সম্পাদনায় রাজন খালেদ।