প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আমার মায়ের কাছ থেকে অনেক শিখেছি। তার কাছ থেকে পেয়েছি অনেক স্নেহ ও ভালোবাসা। তিনি বলেন, জন্মের পর থেকেই বাবার স্নেহ কম পেয়েই বড় হয়েছি। তবে মায়ের স্নেহ পেয়েছি পুরোপুরি। মায়ের দৃঢ়তা ও ত্যাগ আমার রাজনৈতিক জীবনের জন্য শিক্ষণীয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৮টায় বঙ্গমাতার বনানী কবরস্থানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন বাদ আছর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
এদিকে গাজা উপত্যকায় ইজরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় যেভাবে শিশু-নারী হত্যা করা হচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাই। এসব হত্যাকাণ্ডে বিশ্ববিবেক কেন জাগ্রত হচ্ছে না। এ সময় তিনি গাজায় ইসরাইলের হামলার ঘটনায় সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানাই। বাংলাদেশে একটি হত্যা হলে কত চিঠি পাই, কত প্রতিবাদ হয়। অথচ গাজায় হত্যাকাণ্ডে কেন কথা বলা হচ্ছে না। আমার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। আমি বুঝি এর যন্ত্রণা কি।