প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়। অধিকার ভোগ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এ সমপ্রচার নীতিমালা করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের মাঝে সহায়তা ভাতা এবং অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমপ্রচার নীতিমালা কখনোই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করবে না। তিনি বলেন, স্বাধীনতা ভোগ করলে দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়।
তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে শুধু সরকারি সহযোগিতা যথেষ্ট নয় উল্লেখ করে গণমাধ্যম মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আন্দোলন করে নিজেদের রাজনৈতিক ভুলের খেসারত দিতে জনগণকে বাধ্য করছে বিএনপি।
তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেয়নি, এতে জনগণের কি দোষ। তাদের ব্যর্থতার খেসারত তাদেরই দিতে হবে। তারা এতে জনগণের ওপর কেন প্রতিশোধ নেবে?
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।