গাজীপুর অনলাইনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংস্কারের মাধ্যমে দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়তে সরকারি কর্মচারী আইন দ্রুত পাস করা হবে। তিনি বলেন, সিভিল সার্ভিস এক্ট যতো দ্রুত সম্ভব আমরা করে দেব। সংসদে আসলে আমরা তাড়াতাড়ি পাস করে দেব এটা। ইতোমধ্যেই এ আইনের খসড়া তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের জন্য একটি দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমরা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছি।
রবিবার সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমিতে (বিপিএটিসি) ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রজাতন্ত্রের কর্মচারীদের যথাযথ বেতন ভাতা দিতে বেতন ও চাকরি কমিশন- ২০১৩ গঠন করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বায়ন প্রক্রিয়ার নতুন নতুন চ্যালেঞ্জগুলো আমাদের মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে মোকাবিলা করতে হবে। আর এই সমন্বয় ঘটানোর কলাকৌশলগুলো প্রশিক্ষণের মাধ্যমেই রপ্ত করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার পরিকল্পনা রয়েছে বলেও শেখ হাসিনা জানান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিপিএটিসি এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, তার সরকার দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি অফিসে সিটিজেন চার্টার বাস্তবায়ন করা হয়েছে এবং ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন চালু করা হয়েছে। এসব কর্মসূচির ফলে সিভিল সার্ভিসের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের যথাযথ বেতন ভাতা প্রদানের লক্ষ্যে বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করা হয়েছে।
বিপিএটিসির রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা ড. মাহমুদুল হাসান ও কোর্সে অংশগ্রহণকারী বেগম মাহফুজা সুলতানা বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী ৫৩তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২৬৩ জন ক্যাডারের মধ্যে ৩০ জনের মধ্যে রেক্টর মেডেল ও মেরিট মেডেল বিতরণ করেন। কোর্সে অনন্য কৃতিত্ব প্রদর্শনের জন্য মো. নাসির উদ্দিন রেক্টর মেডেল লাভ করেন।