মনগড়া, ভিত্তিহীন ও উস্কানিমূলক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়।
ঢাকা মহানগর ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক এস এম মোস্তাক আহমেদ খান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ শত বছরের ঐতিহ্যবাহী একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই বাহিনীর অফিসার ও ফোর্স সম্পর্কে যে কোনও ধরণের উস্কানিমূলক প্রচারণা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না বলে অ্যাসোসিয়েশন মনে করে। তাছাড়া বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্র ব্যবস্থায় যে কোনও নাগরিকের আইনি প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে অারও বলা হয়, গত ১৭ আগষ্ট দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। প্রকাশিত প্রতিবেদনের বক্তব্য মানহানিকর, ধর্মীয় বিদ্বেষপূর্ণ এবং পুলিশ বাহিনীতে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে প্রতিয়মান হয়েছে। তাই এক্ষেত্রে সংক্ষুব্ধ কর্মকর্তার প্রকাশিত প্রতিবেদন বিষয়ে প্রতিকার লাভের উদ্দেশ্যে আইনের আশ্রয় নেওয়ার উদ্যোগ ও প্রক্রিয়াকে অ্যাসোসিয়েশন সমর্থন করে।
এমতাবস্থায় এ ধরনের মনগড়া, ভিত্তিহীন ও উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশ করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য আহবান জানিয়েছে সংগঠনটি।