মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের এক মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, উন্নয়নই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বলেই যখনই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন তখনই দেশের উন্নয়ন হয়েছে।
তিনি গতকাল গাজীপুর জেলার পূবাইল নারায়নকুল ড্রীম মডেল হাই স্কুলের নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন শেষে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান পার্লামেন্টের সদস্য এবং স্কুল এইড জাপান এর পরিচালক মিস্টার মিকি ওয়াতানাবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম।
মেহের আফরোজ চুমকি বলেন , নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে। নারী শিক্ষা বৃদ্ধিতে বাংলাদেশ সারা বিশ্বে আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত।
উল্লেখ্য, জাপানের পার্লামেন্টারিয়ান বিশিষ্ট ধনকুবের মিস্টার মিকি ওয়াতানাবে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্কুল প্রতিষ্ঠায় যাবতীয় ব্যয়ভার বহন করেছেন এবং তিনি বাংলাদেশে আরো অনুরূপ বিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। জাপানে তিনি স্বউদ্যোগে ১৬০টি বৃদ্ধাশ্রম পরিচালনা করছেন।