রাজধানীর ইব্রাহিমপুরে এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- প্রীতম এবং শুভ। তারা দু’জনই ইব্রাহিমপুর এলাকায় থাকে।
শুক্রবার দিবাগত রাতে ইব্রাহিমপুরের ৪৯২/২ নম্বর এর নিজ বাসা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
কাফরুল থানার এসআই রাসেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে আলোচনা ও আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।