আন্তর্জাতিক পুলিশের মান অনুযায়ী বল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার, আটক, প্রাথমিক চিকিৎসাসহ নানা বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে শুরু হয়েছে।
শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ট্রেনিং) এম এ হালিম, আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) রিজিওনাল পুলিশ ডেলিগেট মাইকেল ডাইন্স, আইসিআরসির কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কিফলে, আইসিআরসির কমিউনিকেশন অফিসার সুবিনয় দত্ত প্রমুখ।
বিকেলে 'মৌলিক মানবাধিকারের সাংবিধানিক নিশ্চয়তা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ভূমিকা' শীর্ষক সেশনে বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ।
আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) রিজিওনাল পুলিশ ডেলিগেট মাইকেল ডাইন্স বলেন, আত্মরক্ষায় এবং জনগণকে রক্ষার্থে অপরাধ দমনকারী সংস্থার বল ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের সামর্থ রয়েছে। মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন আইন, যেমন- বল ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মৌলিক নীতিমালা এ কথাই বলে। তবে অবশ্যই এ জাতীয় বল ও অস্ত্রের ব্যবহার আইনানুগ, প্রয়োজনীয় এবং সমানুপাতিক হতে হবে।
আইসিআরসির কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা জানান, মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন মূলনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন জাতীয় আইনে কিভাবে কাজ করে, তা এ কোর্স থেকে অংশগ্রহণকারীরা জানতে পারবেন।
এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পাশাপাশি অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নানা বিধিমালা সম্পর্কেও অবহিত হবেন। রাজনৈতিক ও সাম্প্রদায়িকভাবে বিভিন্ন সহিংসতার সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চিকিৎসা সেবা নিয়ে কিভাবে কাজ করে সে সম্পর্কেও বেশ কিছু সেশনে হাতে কলমে দেখানো হবে।
তিনি আরো জানান, আইসিআরসি বেশ কিছু বছর ধরেই বিভিন্ন অপরাধ দমনকারী সংস্থার জন্য এ জাতীয় প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করে আসছে। ২০০৬ সালে বাংলাদেশে আবারও কাজ শুরু করা আইসিআরসি আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক প্রচারে কাজ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে আইসিআরসি সংঘাত, দুর্যোগ ও সহিংসতায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায়ও কাজ করে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ও আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটি (আইসিআরসি)র যৌথভাবে কোর্সটির আয়োজন করেছে। এ প্রশিক্ষণ কোর্সে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড এবং আনসার ভিডিপির ২৪ জন সদস্য অংশ নেন। আগামী ১৪ আগষ্ট অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে কোর্সের সমাপ্তি হবে।