চলতি ২০১৪ সালের জুলাই মাস রেমিটেন্সে রেকর্ড সৃষ্টি করেছে। জুলাইয়ে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের মাসিক সর্বোচ্চ ১,৪৮২.০৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে। যা গত জুন মাসের তুলনায় প্রায় ১৫.১৯ শতাংশ এবং বিগত বছরের জুলাই মাসের (১,২৩৮.৪৯ মিঃ মার্কিন ডলার) তুলনায় ১৯.৬৭ শতাংশ বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মাসিক সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০১২ সালের অক্টোবর মাসে ১,৪৫৩.৬৯ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালের প্রথম সাত মাসে প্রবাসী রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮,৯৩৭.৯৩ মিলিয়ন মার্কিন ডলার যা ২০১৩ সালের প্রথম সাত মাসের (৮,২৯৭.৮৫ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ৭.৭১ শতাংশ বেশি।