নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের মালিকানাধীন ‘এমভি ঐশী খান’কে ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের জন্য রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকালে কাওড়াকান্দি লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। এ সময় দুই মাসের রেজিস্ট্রেশন স্থগিতসহ একই পরিমাণ জরিমানা করা হয় ‘এমএল প্রিন্সেস’কে। ‘এমএল নারিশা’কে ১০ হাজার ও ‘এমভি তপন এঙপ্রেস’কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া এমভি সজল-১ ও এমভি সজল-২ নামে আরও দু'টি লঞ্চের ত্রুটি ধরা পরে। কিন্তু কর্তৃপক্ষ লঞ্চ ফেলে পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক জরিমানা আদায় করতে পারেননি ভ্রাম্যমান আদালত।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ ইন্সপেক্টর সফিকুর রহমান গণমাধ্যমকে জানান, এই দু'টি লঞ্চের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করা হবে।
মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচলকারী এ লঞ্চ ৬টিতে অগ্নি নির্বাপক যন্ত্র, জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়া না থাকা এবং বসার সিট নিন্মমানেরসহ নানা ত্রুটির কারণে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান এ জরিমানা করেন ।
অধিদপ্তরের চিফ ইন্সপেক্টর সফিকুর রহমান নৌ মন্ত্রীর কন্যার মালিকানা লঞ্চ কিনা প্রশ্ন করা হলে তিনি সাংবাদিদের জানান, জরিমানা করার পরে শুনতে পেরেছি- এটি মন্ত্রীর কন্যার লঞ্চ।
মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচলকারী লঞ্চ মালিক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের নিশ্চিত করেছেন, লঞ্চটি মন্ত্রীর পরিবারের মালিকানাধীন ‘সাবির্ক এন্টার প্রাইজের’ একটি লঞ্চ।