গাজীপুর অনলাইনঃ সরকারের ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেলসহ গণমাধ্যমের সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।
সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এ দাবির সমর্থন জানিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় সাংবাদিক নেতারা সম্প্রচার নীতিমালা বাতিল করে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে সমিতির জেলা সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাংবাদিক নাসির আহম্মেদ, ইকবাল আহমদ সরকার, একেএম রিপন আনসারি, আমিনুল ইসলাম, ফিরোজ লাভলু, মোখলেছুর রহমান. আজিজুল হক, এসএমরিপন শাহ, আবুল হোসেন, এডভোকেট মো. রফিক, কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।