লাইফস্টাইল ডেস্ক : লাল রঙে নারীদের সবচেয়ে আবেদনময় ও যথেষ্ট পরিপক্ক মনে হয়। লাল পোষাক পরা পুরুষও নারীর চোখে আকর্ষণীয়। কিন্তু নারীদের মতো করে শক্তিশালী আবেদন তৈরি করে না। রেড কার্পেটের রমরমা যুগে সাম্প্রতিক একটি গবেষণা এমনই জানাচ্ছে।লালকে সাধারণত উত্তেজনাকর রং হিসেবেই দেখা হয়। গবেষণাও একই কথা বলছে।
বিজ্ঞানীদের দাবি, উজ্জ্বল লাল রঙের পোশাক নারীদের যৌনাকাঙ্ক্ষার প্রতিফলন। যা পুরুষদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। এ ক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণ হতে পারে নারী তারকাদের পোশাক নির্বাচন। খেয়াল করুন আবেদনময় দৃশ্যগুলোতে তারা সাধারণত কোন রঙের পোশাকে উপস্থিত হয়। সম্ভবত লালের সঙ্গে নারীর ক্ষেত্রে ‘হট’ ও পুরুষের ক্ষেত্রে ‘কুল’ শব্দের সম্পর্ক তৈরি করা যায়। নিশ্চয় লাল পোশাকের পুরুষকে কেউ ‘কুল’ বলে না। তবে গবেষণা ফলাফলটি গড়পরতা রুচিকে সামনে রেখে পাওয়া।
আরেকটি গবেষণা জোর দিয়ে বলছে, পুরুষদের আকর্ষণ করতেই নারীরা লাল পোশাক পরে থাকেন। এমনকি ডেটিং ওয়েবসাইট ঘেটে দেখা গেছে লাল পোশাক নারীকে পুরুষের কাছে আবেদনময় করে তোলে। তবে এটা শুধু পোশাকের বিষয় নয়, লিপস্টিক, নেইলপলিশ বা টিপের মতো ছোটখাট বিষয়েও থাকতে পারে। এ ফাঁকে শুনে নিতে পারেন ক্রিস ডিবুর্গের ‘লেডি ইন রেড’ গানটি-
চীনের ওয়ুহান ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা ২৮০ জন ছাত্র-ছাত্রীকে বিপরীতে লিঙ্গের ৩২টি ছবি দেখান। ছবির মানুষগুলো নীল, সাদা ও লাল রঙের পোশাক পরে ছিল। এ সময় ছেলেরা জানান যে সব নারী লাল পোশাক পড়েছে তারাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। লাল পোশাকধারীরাই সবচেয়ে উষ্ণ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু ছাত্রীদের কাছে লাল পোশাকের পুরুষরা তেমন আকর্ষণীয় ছিলেন না।
সেক্ষেত্রে বডি স্প্রের বিজ্ঞাপনগুলো লক্ষ করুন। এ সব বিজ্ঞাপনে পুরুষরা সাধারণত কালো পোশাকে থাকেন।
লাল রং ইভুলুশনারি সাইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের লেখক ড. ফ্যাং ফ্যাং ওয়েন জানান, যৌন আকর্ষণের ক্ষেত্রে নারীদের লাল পোশাক কার্যকরী ভূমিকা রাখে। এতে কি না, মেয়েলী বৈশিষ্ট্য দারুণভাবে ফুটে উঠে। এ ছাড়া এতে তারা যৌনতার দুটি সূত্র খুঁজে পান। পুরুষের কাছে মনে হয় নারীটি বেশ উত্তেজক ও যথেষ্ট পরিপক্ক।
দীর্ঘ সময় ধরে টিকে থাকা বিভিন্ন সভ্যতায় দেখা গেছে লালকে রোমান্স, আবেগ, ইন্দ্রিয়পরায়ণতা ও উর্বরতার সঙ্গে মিলিয়ে দেখা হয়। খেয়াল করুন উপমহাদেশে বিয়ের ট্রাডিশনাল পোশাকও লাল। আগের এক গবেষণায় দাবি করা হয়, লাল পোশাক হলো পুরুষদের জন্য যৌনাকাঙ্ক্ষা চরিতার্থের জন্য সবচেয়ে ভালো সুযোগ। এটি নারীদের সন্তান জন্মদানের আকাঙ্ক্ষাও ফুটিয়ে তোলে। বিশেষ করে ওই সময়গুলোতে নারীরা সন্তান ধারণে সক্ষম। অর্থাৎ, প্রকৃতির সাধারণ পুনরুৎপাদনের সঙ্গে লালের সম্পর্ক রয়েছে।
সম্ভবত এ সব কারণে কিছু মেরুদণ্ডী প্রানীর ক্ষেত্রে লালের মর্যাদা বেশ উপরে। এ ছাড়া লালের মধ্যে একটা উম্মত্ত বিষয় আছে। মানুষ ও অনেক প্রাণী রেগে গেলে তাদের মুখমণ্ডল লাল হয়ে যায়। সম্ভবত লালের এ বন্যতা প্রকৃতি নির্বাচিত। ভালবাসা, যৌনতা আর বন্যতার সম্পর্ক কি তবে রঙে!
আরেকটি গবেষণা জোর দিয়ে বলছে, পুরুষদের আকর্ষণ করতেই নারীরা লাল পোশাক পরে থাকেন। এমনকি ডেটিং ওয়েবসাইট ঘেটে দেখা গেছে লাল পোশাক নারীকে পুরুষের কাছে আবেদনময় করে তোলে। তবে এটা শুধু পোশাকের বিষয় নয়, লিপস্টিক, নেইলপলিশ বা টিপের মতো ছোটখাট বিষয়েও থাকতে পারে। এ ফাঁকে শুনে নিতে পারেন ক্রিস ডিবুর্গের ‘লেডি ইন রেড’ গানটি-
চীনের ওয়ুহান ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা ২৮০ জন ছাত্র-ছাত্রীকে বিপরীতে লিঙ্গের ৩২টি ছবি দেখান। ছবির মানুষগুলো নীল, সাদা ও লাল রঙের পোশাক পরে ছিল। এ সময় ছেলেরা জানান যে সব নারী লাল পোশাক পড়েছে তারাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। লাল পোশাকধারীরাই সবচেয়ে উষ্ণ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু ছাত্রীদের কাছে লাল পোশাকের পুরুষরা তেমন আকর্ষণীয় ছিলেন না।
সেক্ষেত্রে বডি স্প্রের বিজ্ঞাপনগুলো লক্ষ করুন। এ সব বিজ্ঞাপনে পুরুষরা সাধারণত কালো পোশাকে থাকেন।
লাল রং ইভুলুশনারি সাইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের লেখক ড. ফ্যাং ফ্যাং ওয়েন জানান, যৌন আকর্ষণের ক্ষেত্রে নারীদের লাল পোশাক কার্যকরী ভূমিকা রাখে। এতে কি না, মেয়েলী বৈশিষ্ট্য দারুণভাবে ফুটে উঠে। এ ছাড়া এতে তারা যৌনতার দুটি সূত্র খুঁজে পান। পুরুষের কাছে মনে হয় নারীটি বেশ উত্তেজক ও যথেষ্ট পরিপক্ক।
দীর্ঘ সময় ধরে টিকে থাকা বিভিন্ন সভ্যতায় দেখা গেছে লালকে রোমান্স, আবেগ, ইন্দ্রিয়পরায়ণতা ও উর্বরতার সঙ্গে মিলিয়ে দেখা হয়। খেয়াল করুন উপমহাদেশে বিয়ের ট্রাডিশনাল পোশাকও লাল। আগের এক গবেষণায় দাবি করা হয়, লাল পোশাক হলো পুরুষদের জন্য যৌনাকাঙ্ক্ষা চরিতার্থের জন্য সবচেয়ে ভালো সুযোগ। এটি নারীদের সন্তান জন্মদানের আকাঙ্ক্ষাও ফুটিয়ে তোলে। বিশেষ করে ওই সময়গুলোতে নারীরা সন্তান ধারণে সক্ষম। অর্থাৎ, প্রকৃতির সাধারণ পুনরুৎপাদনের সঙ্গে লালের সম্পর্ক রয়েছে।
সম্ভবত এ সব কারণে কিছু মেরুদণ্ডী প্রানীর ক্ষেত্রে লালের মর্যাদা বেশ উপরে। এ ছাড়া লালের মধ্যে একটা উম্মত্ত বিষয় আছে। মানুষ ও অনেক প্রাণী রেগে গেলে তাদের মুখমণ্ডল লাল হয়ে যায়। সম্ভবত লালের এ বন্যতা প্রকৃতি নির্বাচিত। ভালবাসা, যৌনতা আর বন্যতার সম্পর্ক কি তবে রঙে!