আইসিসি’র টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে আবারও সাকিব আল হাসান এক নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহে আইসিসির প্রকাশিত টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের অবস্থান ছিল তিনে। সপ্তাহ খানেকের ব্যবধানে আবারো আইসিসির র্যাংকিং প্রকাশ করেছে। এখানে সাকিব দুই ধাপ এগিয়ে এসেছেন। অবস্থান যথারীতি শীর্ষে।
মূলত ভারতের রবীচন্দ্রন অশ্বিনের বাজে ফর্মের কারণেই বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন।
সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে-৩৬৪। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফমের্র কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দ্রন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব। অলরাউন্ডার র্যাংকিংয়ে তার অবস্থান দুইয়ে।
প্রসঙ্গত, শৃংখলা ভঙ্গের দায়ে ৬ মাস নিষিদ্ধ রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।