প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যুকে আমি ভয় পাই না। কারণ আমি বারবার
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একমাত্র উপরে আল্লাহ ছাড়া আমি কাউকেই ভয় করি
না।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ
আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব
করেন।
শেখ হাসিনা বলেন, আমার আর কি হারানোর আছে। আমার মা-বাবা জীবন
দিয়েছেন, লাখো মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ।
আমার জীবনের কি মূল্য আছে। আমি আমৃত্যু দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ
করে যেতে চাই।
তিনি বলেন, পচাত্তরের পর ৮১ সালে আমি আওয়ামী লীগের
সভাপতি হিসেবে দেশে ফিরে আসি। আমি জামাল, কামাল রাসেলকে পাইনি। কিন্তু
পেয়েছি এ দেশের লাখ লাখ মানুষকে।
অনুষ্ঠানে আ.লীগের উপদেষ্টা পরিষদ
সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম
সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য
রাখেন।