রেজাউল কবির রাজীবঃ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাহ উদ্দিন সরকার বলেছেন, ‘সরকার সম্প্রচার নীতিমালা আরোপ করে সাংবাদিকদের কলমের অধিকার খর্ব করতে চাচ্ছে। কিন্তু সাগর-রুনির খুনিদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতারের ঘোষণা দিয়ে প্রায় দুই বছর অতিবাহিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্টরা।
বুধবার দুপুরে টঙ্গী মাছিমপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে টঙ্গী ও গাজীপুরের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ইসমাঈল সিকদার বসু, সরাফত হোসেন, আবুল হাশেম, আবদুল মোমেন, লিটন খান, ফয়সাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, এড. মো. দেলোয়ার হোসেন, মো. সুরুজ্জামান মাষ্টার, মো. লিয়াকত আলী ও মামুন সরকার প্রমুখ।
তিনি আরও বলেন, ‘সিলেটে সাংবাদিকদের উদ্দেশ্যে করে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর দেয়া অশালীন বক্তব্য ও কটুক্তির তীব্র নিন্দা জানাই। একজন সংসদ সদস্য সাংবাদিকদের নিয়ে এধরণের কুরুচিপুর্ণ বক্তব্য প্রদান করায় দেশের সচেতন মহল হতাশ হয়েছেন।
তিনি বলেন, ‘অল্প কিছু দিনের মধ্যে বেগম খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের ডাক দিবেন। রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য টঙ্গীর শ্রমিকদল প্রস্তুত রয়েছে। টঙ্গী ও গাজীপুরের শ্রমিকদলের কমিটিকে ঢেলে সাজানো হয়েছে আন্দোলন সংগ্রামে রাজপথে নেতৃত্বের অগ্রভাগে থাকার জন্য।