স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার) এর সঙ্গে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সঞ্জিত কুমার রায়, গোলাম আজাদ, ২৪ ঘন্টার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "গাজীপুর অনলাইন" এর প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ. কবির, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম আজহার, জাহাঙ্গীর আলম, নুরুল হুদা, আশজাদ রসুল সিরাজী, এম.এ আজিজ, ওয়াসিম চক্রবর্তী, রিপোটার্স ক্লাব ও রিপোটার্স ফোরামের সাংবাদিকগণ ।
এছাড়াও সম্প্রতি গাজীপুর প্রেসক্লাবের মালিকানা ও আধিপত্য নিয়ে প্রকাশ্যে চরম বিতর্ক ও শারিরীকভাবে লাঞ্চিত করার মত ঘটনায় জড়িয়ে পরা মুজিবুর-নজরুল গ্রুপ ও মোড়ল-আনসারী গ্রুপের দুই অংশের সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহন করে।
সভায় পুলিশ সুপার জানান, দলমতের উর্ধ্বে থেকে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি জেলার আইনশৃংখলা পরিস্থিতি রক্ষার্থে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণকে সেবা দিতেই গাজীপুরের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছি। জেলার আইনশৃংখলা পরিস্থিতি বজায় রাখা এবং মাদকমুক্ত গাজীপুর গড়তে ও সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
কিশোরগঞ্জ জেলার মিঠামইনে জন্ম নেয়া এ পুলিশ কর্মকর্তা গাজীপুরে যোগদানের পূর্বে ঢাকার লালবাগ জোনের ডিসি ছিলেন। রাষ্ট্রপতি পুলিশ পদক প্রাপ্ত এ তরুন পুলিশ কর্মকর্তা এক সময়ে আন্দোলনের নামে নৈরাজ্য ঠেকানোর যুক্তিতে বিরোধীদলীয় চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুককে রাজপথে পিটিয়ে দেশব্যপী ব্যাপকভাবে আলোচিত হন।
উল্লেখ্য, মোহাম্মদ হারুন অর রশীদ গত রোববার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।