![]() |
ফাইল ফটো |
জানা গেছে, গাজীপুর জেলা পুলিশ সুপার হিসাবে গত ২৪ আগষ্ট দায়িত্ব নেওয়ার পর তিনি টঙ্গীর নিরাপত্তা, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা নিয়ে সুশিল সমাজের সাথে টঙ্গী মডেল থানায় মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও মাদক সেবীদের সহযোগী হিসাবে কাজ করেন। তাদের সহযোগীতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারেনা। আপনাদের সহযোগীতা নিয়ে টঙ্গী তথা গাজীপুরকে মাদক মুক্ত করব।’ অপরাধী পুলিশ ও মাদক ব্যবসায়দের বিষয়ে তথ্য দেওয়ার জন্য তিনি স্থানীয় কাউন্সিলর ও সুশিল সমাজের প্রতিনিধিদের অনুরোধ করেন।
‘মাদক, ছিনতাই ও যানজট’ এই তিনটি প্রধান সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী পুলিশ সুপারের নিকট দাবি করেন। অনুষ্ঠানে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সাখাওয়াৎ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোঃ মতিউর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন, কাউন্সিলর মোঃ আসাদুর রহমান কিরন, মোঃ নুরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ গিয়াস উদ্দিন সরকার, মোঃ মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।