গাজীপুর অনলাইনঃ শ্রীপুর পৌরসভার বেতজুরী এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেডে ব্যবসায়ীক আধিপত্য নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় শ্রীপুর পৌর কাউন্সিলর মুজিবুর রহমান গং ও তার প্রতিবেশী হাজী জামাল উদ্দিন গংয়ের সাথে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাজী জামাল উদ্দিন জানান, দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কারখানাটির মালিকানা পরিবর্তন হয়। গত চার মাস যাবত ওই কারখানায় তিনি ঝুট ব্যবসা করে আসছেন। শ্রীপুর পৌর কাউন্সিলর নিজেকে ব্যবসায়ীক অংশীদার করার জন্য জামাল উদ্দিনকে চাপ প্রয়োগ করতে থাকে।
জামাল উদ্দিন জানান, ঝুট মামলামাল নেওয়ার জন্য ঘটনার দিন সকালে একটি ট্রাক কারখানায় যাওয়ার সময় কাউন্সিলর মুজিবুর রহমান ও তার সহযোগীরা ওই ট্রাকটি সড়কে আটকিয়ে দেয়। ট্রাক ছাড়াতে গেলে কাউন্সিলর ও তার সহযোগীরা হাজী জামাল উদ্দিনের লোকদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
শ্রীপুর পৌর কাউন্সিলর মুজিবুর রহমান জানান, হাজী জামাল উদ্দিন সহযোগীদের নিয়ে তার বাড়িতে সশস্ত্র হামলা করে। হামলাকারীরা তাকে গুলি করতে চাইলে তিনি অল্পের জন্য বেঁচে যান।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগমাত্র। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।