গাজীপুর অনলাইনঃ এইচ এস সি পরীক্ষার ফলাফলে শ্রীপুর মিজানুর রহমান খাঁন মহিলা ডিগ্রী কলেজ এবারও উপজেলায় শীর্ষ স্থান দখল করেছে। সাফল্যের এ অর্জন ধারাবাহিক ভাবে তাদের ১০ বছরের।
জানা যায়,মিজানুর রহমান খাঁন ডিগ্রী কলেজের মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ পাশের হার ৮৮ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে উপজেলার জৈনাবাজারস্থ আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ। এখানে ৫ জন জিপিএ-৫ সহ পাশের হার ৮৩ ভাগ। রাজাবাড়িস্থ ধলাদিয়া ডিগ্রী কলেজে পাশের হার ৭৮ ভাগ, শ্রীপুর পৌর শহরস্থিত মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে ২টি জিপিএ-৫ সহ পাশের হার ৭০ ভাগ, বরমী ডিগ্রী কলেজে পাশের হার ৬৯ ভাগ, মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজে পাশের হার ৬৬ ভাগ ও বীরমুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে পাশের হার ৭১ ভাগ।