শ্রীপুর থেকে অপহৃত কলেজ ছাত্রীকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী জনি নামে এক তরুণকে আটক করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে গত বুধবার বিকালে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতার বাবা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি ও পরে অভিযোগ দায়ের করেন।
রেডিও বার্তার ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকার ব্যবসায়ী ওমর আলীর বাসা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারী ও ব্যবসায়ী ওমর আলীর ছেলে আতিকুল ইসলাম জনিকে (২৫) আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বদরুল আলম বলেন, অপহরনকারী আতিকুল ইসলাম জনি ও অপহৃতা কলেজ ছাত্রীকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে আটক জনি অপহরণের কথা অস্বীকার সাংবাদিকদের জানান, ওই ছাত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তারা স্থানীয় কাজী অফিসে বিয়েও করেছেন।