মাত্র ১৩ বছরের বিস্ময়কর উচ্চতার এক শিশুর সন্ধান পাওয়া গেছে। এই বয়সে অন্যান্য শিশুর গড় উচ্চতা যেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুটের মতো সেখানে তার উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট।
বাস্কেটবল খেলোয়াড় রোমানিয়ার ওই ছেলেটির নাম রবার্ট ববরকি। অনেকে তাকে ভবিষ্যৎ ‘বাস্কেটবল স্টার’ ভাবা শুরু করে দিয়েছেন।
রোমের একটি ক্লাবে প্রশিক্ষণরত ছেলেটিকে নিয়ে ইতোমধ্যে টানাটানি লেগে গেছে। রিয়ালমাদ্রিদ ও বাসেলোনা বাস্কেটবল টিম এখনই তাকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছেন।