গাজীপুর অনলাইনঃ জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এই সম্প্রচার নীতিমালা বাস্তবায়নে স্বচ্ছ কমিশন গঠন করতে হবে। এই নীতিমালার বেশ কিছু ধারা ইতিবাচক হলেও এমন অনেক ধারা রয়েছে যা গণমাধ্যমের জন্য বেশ হুমকির।
তিনি বলেন, সম্প্রচার নীতিমালায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবাধ স্বাধীনাতা দেয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলতে পিছ পা হবে না।
এ সময় তিনি ঝালকাঠির স্কুলছাত্র লিমনের পায়ে গুলি ও সম্প্রতি নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিষয়টি তুলে ধরেন।
ইফতেখারুজ্জামান বলেন, এই সম্প্রচার নীতিমালার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব অপরাধে আরো উৎসাহী হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় সম্প্রচার নীতিমালা জনগণের মৌলিক অধিকার পরিপন্থী মন্তব্য করে টিআইবি চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামাল বলেন, কারো বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই না। কিন্তু সরকারের ভুল ধরিয়ে দিলেই আমাদের রাষ্ট্রবিরোধী বলা হয়। মন্ত্রিসভায় সদ্য অনুমোদন পাওয়া জাতীয় সম্প্রচার নীতিমালা স্পষ্টত জনগণের মৌলিক অধিকারবিরোধী।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে নীতিমালা করার কথা বলা হলেও এটি এখন স্পষ্ট মৌলিক অধিকারবিরোধী নীতিমালায় পরিণত হয়েছে।
সুলতানা কামাল বলেন, এই সম্প্রচার নীতিমালার বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা আরো কমে যাবে, সন্দেহ বাড়বে।