পূর্ব ঘোষণা অনুযায়ী তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকদের ২ মাসের বেতন দেয়া শুরু করেছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। বুধবার সকাল ৯টা থেকে বিজিএমইএ কমপ্লেক্সের মিলনায়তনে এই বেতন দেয়ার কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। সেখানে ১০টি কাউন্টার খোলা হয়েছে।
তবে বেলা সাড়ে ১০টা পর্যন্ত বিজিএমইএ ভবনে কোনো শ্রমিককে দেখা যায়নি। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ৩৪৫ জন শ্রমিক বেতন নিয়েছে বলে জানা গেছে। তবে এরা এরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে ছিলেন না। বেতন নেয়া অধিকাংশ ছিলেন- কারখানার নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মচারীরা। রাত ১টা পর্যন্ত শ্রমিকদের বেতন দেয়া হবে বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।
জানা যায়, তোবা গ্রুপের ১৪শ’ ২৭ জন শ্রমিকের জন্য ২ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম জানান, কেউ শ্রমিকদের বেতন নিয়ে রাজনীতি করবেন না। শ্রমিকদের আনতে বাড্ডায় তোবা কারখানার সামনে ৫টি বাস রাখা হয়েছে। আমরা আশা করবো শ্রমিকরা বেতন সংগ্রহ করবেন। আজ সারাদিন বেতন দেয়ার জন্য কাউন্টারগুলো উন্মুক্ত রাখা হয়েছে। আজকে কেউ বেতন না নিলে এর দায়ভার বিজিএমইএ নিবে না। পরবর্তীতে মালিকপক্ষের কাছ থেকে বেতন নিতে হবে।
এদিকে রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাতরা। এতে করে আন্দোলনরত হাজারো শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ার খবর পওয়া গেছে।