পলাশ প্রধানঃ টঙ্গীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা ব্যাংক সংলগ্ন তাজিম শাহ্’র মাজারের প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়লে নুরুল ইসলাম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরো ১২জন যাত্রী আহত হয়েছে।
গতকাল বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ব্যাংক সংলগ্ন হযরত তাজিম শাহ্ মাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম যাত্রাবাড়ীর কাজলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও-পঞ্চগড়-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শাহীন এন্টারপ্রাইজ নামক ঢাকাগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হযরত তাজিম শাহ্ মাজারে ঢুকে পড়ে। এতে মাজারের প্রাচীর ভেঙ্গে যায় এবং বাসের যাত্রী নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
আহতদেরকে টঙ্গী সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যায়। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
উল্লেখ্য, কথিত এই মাজারটি দীর্ঘদিন যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাস্তাটি দখল করে সামনের দিকে এগিয়ে আসছে। এতে টঙ্গী বাজার এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী জানান।