গাজীপুর অনলাইনঃ টঙ্গীর উত্তর আউচপাড়াস্থ খাঁ পাড়া ও কাঠালদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ ডাকাত ও এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- আলাউদ্দিন (২০), রিপন (১৯), এরশাদ (২৯) ও ইসমাঈল (২০)। সংশ্লিষ্ট আইনে মামলা শেষে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর গাজীসহ একদল পুলিশ খাঁ-পাড়া রোডের জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন, রিপন ও এরশাদ নামের ৩ ডাকাতকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি ধারালো বড় ছোরা, ২টি চাপাতি ও দৈনিক জিমলী পত্রিকার টঙ্গী প্রতিনিধি পরিচয় সম্বলিত একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
অপরদিকে দিকে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কাঠালদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইসমাঈল নামের অপর এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।