টঙ্গীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক বাড়িওয়ালাকে অপহরণকালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে হোসেন মাকের্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, চট্টগ্রামের দেলোয়ার হোসেন, আশুলিয়ার ইয়ারপুর এলাকার বোরহান উদ্দিন দেওয়ান, আয়ুব মার্কেট উত্তরার সিফাত সরকার ও টঙ্গীর মিল গেইট নিশাত নগর এলাকার নাজমুল হোসেন রুবেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ির মালিক বদরুল আলম বাদলের নামে ওয়ারেন্ট আছে বলে হাতে হ্যান্ডকাফ পড়ায়। এসময় বদরুল তাদের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে বাড়ির মালিক ও পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে হাতেনাতে আটক করে। আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।