শুক্রবার টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী নতুনবাজার দলীয় কার্যালয়ে পালিত হয়েছে। সকাল ৭টায় শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে দিনব্যাপী কোরআন খানি, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আজমত উল্লা খান। এছাড়া টঙ্গীর ১৫টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে ষ্টেশনরোড এলাকায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. সংগ্রাম সিকদারের সভাপতিত্বে ও নাঈম মোল্লার উপস্থাপনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. আসাদুজ্জামান দূর্জয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ সম্পাদক মো. মাহফুজুর রহমান মহলসহ থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। বিএনপি-জামায়াত জোট দেশে আন্দোলন সংগ্রামের নামে যে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে আমরা কঠোর হস্তে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।