গাজীপুর অনলাইনঃ টঙ্গী সরকারি হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি দালাল গ্রুপের মধ্যে শনিবার রাতে আদিপত্য বিস্তার ও রোগী ভাগিয়ে নেয়ার ঘটায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় একজনকে আটক ও একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রোগীরা জানায়, জোরপুর্বক টঙ্গী সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিন্টু ও আরিফ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাত সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু গ্রুপ লাঠি নিয়ে আরিফ ও তার সহযোগিদের তাড়া করে। এসময় আত্মরক্ষার্থে আরিফ গ্রুপের লোকজন হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে ঢুকে পড়ে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মিন্টু গ্রুপের প্রধান মিন্টুকে আটক করে। পুলিশ এসময় হাসপাতাল মাঠ থেকে বহিরাগত একটি এ্যাম্বলেন্স জব্দ করে।
আরিফ গ্রুপের প্রধান আরিফকে হাসপাতাল অভ্যন্তরে ইয়াবা, ফেন্সিডিলসহ মাদক বেচাকেনা ও রোগী ভাগিয়ে নেয়ার অপরাধে তাকে ৫-৭ বার টঙ্গী থানা পুলিশ আটক করলে রহস্যজনক কারনে ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়ার পর পুনরায় সে একই কর্মকান্ডে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘দালালদেরকে তো আমি হাসপাতালে ঢুকতে নিষেধ করে দিয়েছি। এ ব্যাপারে টঙ্গী থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য অভিহিত করা হয়েছে। শীঘ্রই হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ব বন্ধ হবে।’