রেজাউল কবির রাজিবঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপস্থিত বক্তব্য, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাতি শাখার প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল শাখার প্রধান হাবিবুর রহমান বিএসসি, কলেজ শাখার প্রধান আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক কামরুল হাসান, আনিসুর রহমান, মাওলা মহিউদ্দিন, গুলজার হোসেন, নাজিমুল হক, রতন কুমার ঘোষ, আবুবর সিদ্দিক, আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।