গাজীপুরে কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউটে (টিটিটিআই) বিশ্বব্যাংকের অর্থায়নের স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ, বৃত্তিপ্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার এ প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ব ব্যাংকের স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক গোলাম মো: জহিরুল আলম।
এসময় অন্যান্যের মাঝে সেনাসদর দপ্তরের কল্যাণ ও পূনর্বাসন পরিদপ্তরের কর্ণেল আবুল কাশেম মো: ফজলুল কাদের পিএসসি, বিশ্ব ব্যাংকের চিফ অপারেশন অফিসার ড: মোখলেসুর রহমান ও গাজীপুরের কর কমিশনার এ কে এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। সকালে বিশ্বব্যাংক প্রতিনিধি দল ইন্সটিটিউটে পৌছালে তাদের স্বাগত জানান টিটিটিআই এর অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আছায়াদুর রহমান খান পিএসসি (অবঃ)।
এসময় অন্যান্যের মাঝে সেনাসদর দপ্তরের কল্যাণ ও পূনর্বাসন পরিদপ্তরের কর্ণেল আবুল কাশেম মো: ফজলুল কাদের পিএসসি, বিশ্ব ব্যাংকের চিফ অপারেশন অফিসার ড: মোখলেসুর রহমান ও গাজীপুরের কর কমিশনার এ কে এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। সকালে বিশ্বব্যাংক প্রতিনিধি দল ইন্সটিটিউটে পৌছালে তাদের স্বাগত জানান টিটিটিআই এর অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আছায়াদুর রহমান খান পিএসসি (অবঃ)।
এ প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৪০ জন এবং পরবর্তী প্রতি ব্যাচে ৩৯০জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে বিনা খরচে প্রশিক্ষণ ও প্রতি মাসে ৭০০ টাকা বৃত্তি প্রদান করা হবে । এছাড়াও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
প্রতিনিধিদলকে টিটিটিআই পরিচালিত ৮টি ট্রেড সম্পর্কে ব্রিফিং করেন অধ্যক্ষ লে: কর্ণেল আছায়াদুর রহমান। এ সময় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলকে টিটিটিআই পরিচালিত ৮টি ট্রেড সম্পর্কে ব্রিফিং করেন অধ্যক্ষ লে: কর্ণেল আছায়াদুর রহমান। এ সময় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিটিটিআই এর তত্ত্বাবধানে কারিগরি জ্ঞান সম্পূর্ণ দক্ষ জনশক্তি তৈরীতে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রতিনিধি দল বিভিন্ন ট্রেড ও ফুটওয়ার এন্ড লেদার প্রোডাক্ট ফ্যাক্টরী ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের সাথে ’আনন্দ আর কর্ম-যজ্ঞে সাদর সম্বাষন’ অনুষ্ঠানের যোগ দেন।
উল্লেখ্য, ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে ও সেনাবাহিনীর পরিচালনায় প্রশিক্ষন কার্যক্রমের পরিধি বাড়াতে আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। কুয়েতের চাহিদানুযায়ী দক্ষ জনশক্তি প্রেরণ করতে ১৭টি কোর্সও পরিচালনা করছে টিটিটিআই। ইতোমধ্যে কুয়েত আর্মড ফোর্সেস এর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ খায়াত এর নেতৃত্বে প্রতিনিধি দল ঘুরেও গেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কারিগরি জ্ঞান সম্পূর্ণ দক্ষ জনশক্তি তৈরী ও বিভিন্ন দেশে কম খরচে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে টিটিটিআই গড়ে তুলেছে ট্রাস্ট ট্র্যাভেল রিক্রুটিং এজেন্সি ( টোরা )। দালাল নির্ভরতা কমাতে প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে যোগাযোগ করে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা সৃষ্টি করছেন বলে জানা গেছে।