জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের আগে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের দাবি জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন (অ্যাটকো)। বুধবার রাজধানীর কাকরাইলস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শাইখ সিরাজ সাংবাদিকদের বলেন, বৈঠকে মন্ত্রীসভায় অনুমোদিত জাতীয় সমপ্রচার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতীয় সমপ্রচার নীতিমালা বাস্তবায়নের আগে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। আমরা আশা করি এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন।
বৈঠকে সংগঠনের সভাপতি মোসাদ্দেক আলী ফালু, সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, কোষাধ্যক্ষ আরিফ হাসান, মোজাম্মেল হোসেন বাবু, সাবের হোসেন চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।