গাজীপুর অনলাইনঃ কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার উর্মি নীটওয়ার লিমিটেড কারখানার বর্জ্য শোধনাগার প্লান্ট ইটিপি’র হাউজে পড়ে ২ জন নিহত হয়েছে। ০৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন ওই কারখানার ইটিপির অপারেটর যশোরের অভয় নগরের সোহরাব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও হেলপার গাইবান্ধার পলাশবাড়ি এলাকার সাদেকুল ইসলামের ছেলে লাভলু মিয়া (২০)।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, ৮ আগস্ট শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজ্জাক ও লাভলু কারখানায় ডিউটি করেন। শনিবার সকালে তারা পুনরায় ডিউটিতে না গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের খোঁজ খবর নেয়া শুরু করেন। এক পর্যায়ে ইটিপি’র হাউজের পাশে তাদের শার্ট-প্যান্ট পড়ে থাকতে দেখেন এবং কারখানার হাউজে তাদের লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ওই হাউজ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।