গাজীপু অনলাইনঃ জয়দেবপুর রেলস্টেশন এলাকাকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট জোনের আওতায় আনা হবে। এতে এক সাথে ১০০ লোক ওয়াইফাইয়ের সুবিধা ভোগ করতে পারবে।
বুধবার গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম গাজীপুরে জয়দেবপুর রেলস্টেশন এলাকা পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
পরিদর্শনকালে তিনি রেলের যাত্রীসেবার মান বৃদ্ধি, স্টেশন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা, রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
পরিদর্শনকালে তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, এনডিসি সাজিদ আনোয়ার, স্টেশন মাস্টার জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, গাজীপুর শহরের যানজট নিরসন করতে রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাই ওভার তৈরি করার জন্য সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রোডের প্রজেক্টের সাথে এ ফ্লাইওভারসহ ছয়টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিন হাজার কোটি টাকা ব্যয়ে বিআরটি রোডের এ প্রকল্পটির কাজ শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, স্টেশনের রেললাইন বৃদ্ধি, প্রথম শ্রেণীর টিকিট প্রদান করা, বিভিন্ন ট্রেনের স্টপেজ ও যাত্রীদের পর্যাপ্তসংখ্যক আসন ও টিকিট বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে।