প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গ করে গান রচনা ও প্রচারণার দায়ে তন্ময় মল্লিক (২৫) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলার অপর আসামি রফিকুল ইসলাম রফিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক কে এন শামসুল আলম এই দণ্ডাদেশ দেন। তন্ময়ের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ অক্টোবর তন্ময় মল্লিকের ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান থেকে একই এলাকার রফিকুল ইসলাম রফিক ১০ টাকার বিনিময়ে মেমোরি কার্ডে করে ব্যঙ্গাত্মক ওই গান নিয়ে আসেন। পরে তিনি তা সাউন্ড বক্সে বাজান ও প্রচার করেন।
এ ঘটনায় ওই দিনই দাকোপ থানার এসআই জয়নাল আবেদিন ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনলোজি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের এবং তন্ময় ও রফিককে গ্রেফতার করেন।
পরবর্তীতে খুলনা কোর্ট থেকে বিচারের জন্য মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। চলতি বছরের ১৯ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
জানা গেছে, বেকসুর খালাস পাওয়া রফিকুল ইসলাম রফিক হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। আর তন্ময় বর্তমানে জেলে আছেন। রায়ের সময় তাকে আদালতে হাজির করা হয়েছিলো।