এ কে খন্দকার রচিত ১৯৭১: ভেতরে বাইরে বিতর্কিত তথ্যে ভরা দাবি করে বইটি প্রকাশের প্রতিবাদ জানিয়ে এ কে খন্দকারকে গাজীপুরে অবাঞ্চিত ঘোষনা করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা শাখার নেতারা। আজ ১৪ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টায় গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই ঘোষনা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক বলেন, এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দেননি। দিতে রাজি হননি। মার্চের প্রথম দিকে স্বাধীনতার ঘোষনা দিলে অনেক অল্প ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন ইত্যাদি বক্তব্য বানোয়াট, অবিশ্বাস্য ও বিতর্কিত তথ্যে ভরা যা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিসংগ্রামে অংশগ্রহণকারী শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। এসব বক্তব্য বিস্ময়কর ও অবিশ্বাস্য।
একে খন্দকার কর্তৃক প্রকাশিত গ্রন্থ ১৯৭১ ভেতরে বাইরে প্রকাশ করে বিস্ময়কর, অবিশ্বাস্য ও বিতর্কিত তথ্যে ভরা বইটি প্রকাশের প্রতিবাদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ গাজীপুর জেলা বার শাখা কর্তৃক বইটি বাজেয়াপ্ত ঘোষনা করার জন্য ও এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের উপর প্রদত্ত সকল খেতাব প্রত্যাহারের জন্য সরকারের কাছে আহবান জানান। সেই সঙ্গে বিতর্কিত বই প্রকাশ করায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বই প্রকাশের প্রতিবাদে একে খন্দকারকে গাজীপুর জেলায় অবঞ্চিত ঘোষনা করা হলো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব আছলাম হোসেন, গাজীপুর প্রেস ক্লাব একাংশের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন আইনজীবী মঞ্জুরুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান খান, মাসুম বিল্লাহ প্রমুখ।