পবিত্র ঈদুল আযহা এবং শারদীয় দুর্গা পুজাকে সামনে রেখে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর বিজ্ঞাপনের কিছু ছবি নিয়ে ব্যাপক সমালোচনার পর কর্তৃপক্ষ দু:খপ্রকাশ করেছে এবং বিতর্কিত ছবি ও বিলবোর্ডগুলো সরিয়ে নিয়েছে।
ফেসবুক পাতায় এক বিবৃতিতে আড়ং বলছে, বর্ষা ও বিসর্জনকে থিম হিসেবে ধরে তারা যে প্রচার কৌশল তৈরি করেছিল, বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার বিচারে সেটিতে অনেকের কাছে সংবেদনশীলতার অভাব রয়েছে বলে মনে হতে পারে। এটা অনিচ্ছাকৃত এবং এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেকগুলো জেলায় বন্যা দেখা দিয়েছে। বানভাসী মানুষ নানা দু:খকষ্টে রয়েছে। তবে এই বিজ্ঞাপনী প্রচারের ধরণাটি বন্যার আগেই তৈরি করা হয়েছিল বলে আড়ং কর্তৃপক্ষ ব্যাখ্যা করছে। আড়ং-এর ফেসবুক পাতার ঈদ-উল আজহা ও পুজা শিরোনামের অ্যালবামে ১১টি ছবিতে মডেলদের এক হাঁটু পানির মধ্যে নানা ভঙ্গীমায় দেখা যাচ্ছে।
তবে পানিভর্তি ঘরের মধ্যে চেয়ারে বসা এক নারীসহ চার জন মডেলের বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটির অন্তর্নিহিত অর্থ নিয়ে ক্রেতাদের অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছিল। সরেজমিনে দেখা যায়, আড়ং-এর বিলবোর্ড থেকেও বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেয়া হয়েছে