১৭তম এশিয়ান গেমসের পর্দা উঠছে শুক্রবার। ওয়াসিওন স্পোর্টস কমপ্লেক্স মেন স্টেডিয়ামে ৩ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে আসরের। এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫টি দেশের ৯ হাজার ক্রীড়াবিদ।
৩৬টি ডিসিপ্লিনে ৪৩৯টি ইভেন্টে হবে পদকের লড়াই। বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ডিসিপ্লিনে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আবদুল্লাহ হেল বাকী। উত্তর কোরিয়ার সঙ্গে বৈরি সম্পর্ক দূর করার জন্য এবারের এশিয়ান গেমসের মাসকট তৈরি করা হয়েছে। তিন রঙয়ের মাসকটের নাম বারামে, ভিচুওন ও চুমোরো । মাসকটের প্রথমটির অর্থ হচ্ছে শক্তিশালী বাসাত, দ্বিতীয়টি নাচ ও তৃতীয়টির অর্থ শান্তি।
১৭তম এশিয়ান গেমসের উদ্বোধন করবেন দক্ষিণ কোরিয়ার ইনচনের সিটি মেয়র ইং জিওং বাক ও এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (আইওসি) সভাপতি শেখ আহামেদ আল ফাহাদ সাবা।