গাজীপুর অনলাইনঃ বাংলাদেশের সোনার ছেলেরা ফেসবুক এর মাধ্যমে এবার রাইস বাকেট চ্যালেঞ্জ (Rice_Bucket_ Challenge) প্রতিযোগিতা শুরু করেছে। যা একটি মহতী উদ্যোগ। আর আজকের রাইস বাকেট চ্যালেঞ্জ গ্রহন করলেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নিউজ২৪দেশপ্রেম.কম, নতুনবাংলানিউজ২৪.কম এর সম্পাদক এবং রেডিওদেশপ্রেম.কম এর চেয়ারম্যান আলহাজ্ব আশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার তিনি তার চ্যালেঞ্জ পূরণ করতে দরিদ্রদের মাঝে চাল(রাইস) বিতরণ করেন। এসময় সাধ্যমত তার সকল ফেসবুক ফ্রেন্ড এবং শুভাকাঙ্ক্ষীদের এই কার্যক্রমে অংশ নিতে আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও ছোট মেয়ে আফরা সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন ওমর ফারুক (সদস্য সচিব, জাতীয় ছাত্র সমাজ, গাজীপুর মহানগর) সালাউদ্দিন, দেলোয়ার জয়, ইসমাইল, শাহাবুদ্দিন, আতাউর ও মনির।
উল্লেখ্য আলহাজ্ব আশাদ সিদ্দিকী "রাইস বাকেট চ্যালেঞ্জ" কার্যক্রম এগিয়ে নিতে গাজীপুর জেলার জন্য চালুকৃত ফ্যান পেইজের একজন সন্মানিত এ্যাডমিন প্যানেলের সদস্য।