যান্ত্রিক জীবনে একটুখানি স্বস্তির পরশের নাম ভ্রমন। ভ্রমনে যাওয়া মানে শুধু আনন্দ আর আনন্দ। ভ্রমনে গিয়ে আমরা অনেকেই বহু বিষয় নিয়ে মজা করতে পারি। আর মজা করতে গিয়ে অনেকেরই মাত্রাজ্ঞান হারিয়ে যায়। ফলে সুন্দর জায়গায় বেড়িয়ে এসেও মনটা কেমন যেন আড়মোরা থেকেই যায়। তাই কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
বাজে ফ্যাশন পণ্য কেনা
শুধু জিনিসপত্রই নয় বেড়াতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন ফ্যাশনের পণ্য কিনে থাকে। যা পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। যেমন হাওয়াইয়ান টি শার্ট কেনার পর অনেকেই এগুলো বছরের পর বছর সংরক্ষণ করেন কিন্তু পরার সুযোগ পান না। টাকা খরচ করে কেনা পোশাক যদি আমরা পরতেই না পারি, তাহলে কেনার কি দরকার। তাই পোশাক কেনার সময় সেগুলো আপনার কর্মস্থলে বা বাড়িতে পরার উপযোগী ও আরামপ্রদ কি না, তা ভেবে দেখা উচিৎ।
মাত্রাতিরিক্ত খাবার ও পানীয়
স্বাভাবিক একটি দিনে আমরা যেভাবে খাবার খাই কিংবা পানীয় পান করি বেড়াতে গিয়ে অনেকেই তার চেয়ে ভিন্ন খাবার খাই। বেড়ানোর খুশিতে অনেকেই রেস্টুরেন্টে গিয়ে একটু বেশিই খেয়ে ফেলি। এতে যেমন খাবারের পেছনে খরচ বাড়ে তেমন স্বাস্থ্যগত ঝুঁকিও বেড়ে যায়। তাই বেড়াতে গেলেও অন্যান্য স্বাভাবিক দিনের মতো খাবার খাওয়া উচিৎ।
সূর্যতাপের মধ্যেও ঘোরাঘুরি করা
বেড়ানোর সময় যেন সব কিছু ভুলে যাই। প্রখর সূর্যতাপের মধ্যেও নানা স্থানে ঘোরাঘুরি করা আমাদের অনেকেরই অভ্যাস। হঠাৎ করে প্রখর সূর্যতাপ স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে। তাই বেড়াতে গেলে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
অতিরিক্ত ছবি তোলা
বেড়াতে গেছেন আর ছবি তুলবেন না, তা কি হয়। মনোরোম দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে এক্ষেত্রে কেউ ভুল করে না। প্রতিটি মুহূর্তই ছবি তুলে বা ভিডিও করে রাখতে তারা খুবই আগ্রহী থাকেন। আর এ জন্য ক্যামেরা নিয়ে মাত্রাতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েন। ফলে সুন্দর ওই স্থানটি ঠিক মতো উপভোগ করতে পারেন না। প্রাকৃতিক দৃশ্য চোখে দেখুন, হৃদয় দিয়ে উপভোগ করুন। কিছুক্ষণ পর পর স্মৃতিচিহ্ন হিসেবে ছবি তুলে রাখতে পারেন।
আজেবাজে জিনিস খাওয়া
নতুন জায়গায় নতুন নতুন খাবার দেখে অনেকেই আজেবাজে জিনিস খাওয়া শুরু করে। এসব খাবারের মধ্যে কিছু রয়েছে, যা কোনো একটি জায়গায় স্থানীয়ভাবে প্রচলিত। খবর নিলে দেখা যাবে, এসব খাবার স্থানীয়রাও তেমন একটা পছন্দ করে না। তাই বেড়াতে গিয়ে এসব খাবার খাওয়ার আগে স্বাস্থ্যগত বিষয়টি নিশ্চিত হয়ে নিন।
ক্ষণিকের ভালোলাগা
বেড়াতে গিয়ে অনেকেই ক্ষণিকের জন্য কোনো মানুষের কিংবা প্রাণীর প্রেমে পড়েন। এরপর আবার নিজের স্থানে ফিরে আসতে গিয়ে বিচ্ছেদের যন্ত্রণায় ভোগেন। হোটেলের পেছনের দরজা দিয়ে আসা কোনো বিড়ালছানা, আশপাশের কোনো কুকুর কিংবা পোষা প্রাণীকে ভালো লাগতেই পারে। কিন্তু নতুন কোনো স্থানে নতুন কাউকে ভালো লাগলেও তা স্থায়ী করার সুযোগ নেই বললেই চলে।
অপ্রয়োজনীয় স্মৃতি চিহ্ন কেনা
আমরা অনেকেই বেড়াতে গিয়ে সে স্থানের স্মৃতি বিজড়িত নানা স্মৃতি চিহ্ন কিনে থাকি। সাধারণত টাকা খরচ করে কেনা এসব জিনিস পরে আর কোনো কাজে লাগে না। অনেকেই এসব জিনিস পরে ফেলে দেন কিংবা বাসায় অযত্নে পরে থেকে হারিয়ে যায়। এক্ষেত্রে কিছুটা বিচক্ষণতার পরিচয় দিলে এ সমস্যা কাটানো সম্ভব। এ জন্য এমন সব জিনিস কিনতে হবে যেগুলো পরেও কাজে লাগে। এছাড়া দৃষ্টিনন্দন জিনিস হলে তা সাজিয়ে রাখতেও সুবিধা হয়।