গাজীপুরে দুই হাজার ২শ’ ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- ট্রাক চালক রাসেল (২৭) ও ট্রাক ড্রাইভার ( ইদ্রিস)। এ বিষয়ে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গোপান সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার ঢাকা ফিড মিল ফ্যাক্টরীর ভেতরে থাকা একটি ট্রাক থেকে ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রায় ১৩ লাখ টাকা দামের ওই ফেন্সিডিল চুয়াডাঙ্গার দর্শনা থেকে আনা হয়।