স্টাফ রিপোর্টারঃ কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার বনাঞ্চলে অবস্থিত সোহাগ পল্লী বিনোদন পার্ক থেকে শুক্রবার সন্ধ্যায় অনৈতিক কর্ম কান্ডের অভিযোগে ৯৬ যুবক-যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ ওই পার্কের ভেতর অভিযান চালিয়ে পার্কের ম্যানেজার শহিদুল ইসলামসহ ৯৬ জনকে আটক করেন।
পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কালিয়াকৈরের কালামপুর এলাকার সোহাগ পল্লী বিনোদন পার্ক কর্তৃপক্ষ পার্কের নামে অনৈতিক কর্মকান্ডের ব্যবসা করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে গাজীপুর জেলা পুলিশ গোয়েন্দা ও কালিয়াকৈর থানা পুলিশ যৌথভাবে ওই পার্কের ভেতর অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৯৬ যুবক যুবতীকে আটক করে। এসময় পার্কের ম্যানেজার শহিদুল ইসলাম শহিদসহ পার্কের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরও আটক করে নিয়ে আসা হয়।
কালিয়াকৈর থানা এলাকায় এতো বেশী লোক এর আগে আর কখনো কোন অভিযানে গ্রেফতার হয়নি। আটককৃতদের কালিয়াকৈর থানায় স্থান সংকুলান না হওয়ায় রাতেই প্রায় অর্ধশত আসামীদের গাজীপুর প্রেরণ করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশিদ পিপিএম(বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পার্ক কর্তৃপক্ষ ও আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় উৎসুক জনতা সন্ধ্যা থেকেই থানায় ভীড় জমাচ্ছিল। শনিবার সকালে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।