চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সম্প্রতি সুপারকাসিকোর ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লোস ডুঙ্গা। তার দলে দুইজন নতুন মুখ আছেন। এ ছাড়া বর্ষীয়ান স্ট্রাইকার রবিনহোকেও দলে রেখেছেন ডুঙ্গা। তিনি দ্বিতীয় মেয়াদে কোচিং দায়িত্ব গ্রহণের পর প্রথম দল ঘোষণার বেলায় রবিনহোকে বাদ দেন। কিন্তু স্ট্রাইকার হল্ক ইনজুরি আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে ডাক পান রবিনহো।
আগামী ১১ অক্টোবর চীনের বার্ড নেস্টস স্টেডিয়ামে ল্যাতিন আমেরিকার সুপারকাসিকো ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল। এর আগে দুইবার অনুষ্ঠিত আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশনের অনুরোধে স্থাগিত রাখা হয় টুর্নামেন্টটি। দুই লেগের এই শিরোপা লড়াই এবার প্রথমবারের মতো এক ম্যাচেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের পর জাপানের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচ সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেন ডুঙ্গা। তার দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন রাইটব্যাক মারিও ফার্নান্দেজ ও ইন্টার মিলানের লেফটব্যাক ডুডুকে। ইনজুরির কারণে আসন্ন দুই ম্যাচের দলেও স্থান হয়নি ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার। এ দিকে শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বাদ পড়া মাইকনকেও দলে নেননি ডুঙ্গা।
ব্রাজিল দল
গোলরক্ষক : জেফারসন ও রাফায়েল;
ডিফেন্ডার : ফার্নান্দেজ, ডুডো, ড্যানিলো, ফিলিপ লুইজ, ডেভিড লুইজ, মারকুইনহো, জিল ও মিরান্দা;
মিডফিল্ডার : গুস্তাভো, এলিয়াস, ফার্নান্দিনহো, রামিরেস, অস্কার, কতিনহো ও রিকার্ডো;
স্ট্রাইকার : রিবেইরো, রবিনহো, নেইমার ও তারদেল্লি।
সূত্রঃ এএফপি।