গাজীপুর অনলাইনঃ সকল ধরনের নাশকতা ও সন্ত্রাস ঠেকাতে এবার শহরের গন্ডি ছেড়ে গ্রামেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও তা স্থাপন করা হবে।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার জিয়াউল হক গাজীপুর অনলাইনকে জানান, মহসড়কের যানজট নিরসন সহ অপরাধ দমনে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রীপুর থানা পুলিশও পুলিশ হেডকোয়ার্টার সমন্বয়ের মাধ্যমে উক্ত এলাকা পর্যবেক্ষন করবে।