ডেস্ক: ছাত্রদলের নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি ছাত্রদলের মূল পদগুলোতে অবিবাহিতদের স্থান দিতে নির্দেশ দিয়েছিলেন এবং সেভাবেই ছাত্রদলের কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন। কিন্তু তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাহিতরাই স্থান নিতে যাচ্ছেন ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। শুধু তাই নয়, এই পদগুলোতে যারা আসছেন তারা গোপন করছেন নিজেদের বিয়ে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা নিজেদের পরিচয় করাচ্ছেন অবিবাহিত বলে।
বিবাহিতরা সংগঠনের সময় কম দেন এবং আন্দোলনে ভূমিকা রাখতে ব্যর্থ হন- এই যুক্তিতে বেগম জিয়া অবিবাহিতদের নিয়ে ছাত্রদলের কমিটি সাজাতে চেয়েছিলেন। সেই অনুযাযী তিনি নির্দেশও দেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। তবে ছাত্রদলের নতুন কমিটির প্রথম পাঁচটি পদে যারা আসছেন তাদের সবাই বিবাহিত বলে জানা গেছে। পদগুলো দখল করতে নিজেদের তারা অবিবাহিত বলে জাহির করছেন। দল এবং সংগঠনসহ কেন্দ্রীয় পর্যায়ে তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের সামাজিক বিষয়টি করছেন সম্পূর্ণ গোপন।
ছাত্রদলের একটি নির্ভরযেগ্যা সূত্র থেকে জানা গেছে, বর্তমান কমিটির য্গ্মু সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের স্ত্রী টুম্পা যুক্তরাষ্ট্রে আছেন। টুম্পার বাবার নাম নুরুল আমিন চৌধুরী। তার ভাই মোহন নোয়াখালী জেলার চাটখিল থানার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মামুনুর রশিদ মামুনের নাম শোনা যাচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাবিরুল কবির নীরবের স্ত্রী বিউটির গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার নাজুরিয়া গ্রামে। বিউটির পিতার নাম মৌলভী ফজলুর রহমান। সে তার স্বামীর সঙ্গে দেশেই বসবাস করছেন। নীরব ছাত্রদলের প্রথম পাঁচটি পদের যে কোন একটি পদ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রদলের এমন নেতা কমই আছে যে আমার সম্পর্কে জানে না। তারা আমার সম্পর্কে প্রায় সবকিছু জানে এবং সাথে সাথে এটাও জানে যে আমি এখনো বিয়ে করি নাই। কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হলো, আমি নাকি শুধু বিয়েই করিনি, আমার নাকি একটা বাচ্চাও আছে।আপনার স্ত্রীর নাম বিউটি এবং সে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন- এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, এ কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এর আগেও শিবিরের সাথে আমার নাম জড়িয়ে অনেক কথা ছড়ানো হয়েছে যা সত্য নয়।